নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় মাল বোঝাই অটো ভ্যানের চাপায় সায়মা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার কালিগঞ্জ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সায়মা খাতুন উপজেলার কালিগঞ্জ গ্রামের সালাউদ্দিন আহমেদের মেয়ে।
নিহত শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, বিকেলে বাড়ীর সামনে রাস্তার পাশে খেলা করছিল সায়মা খাতুন। এ সময় নাটোর থেকে নলডাঙ্গার ত্রিমোহনী বাজারগামী একটি মাল বোঝাই অটো ভ্যান ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় সায়মা খেলতে খেলতে রাস্তার উপরে চলে আসলে অটো ভ্যানের নিচে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ভ্যানের চালক সহ ভ্যানটিকে আটকে রেখে শিশুর পরিবারের সদস্যদের এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নিহত শিশুর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছো তাদের সন্তানের মরদেহটি বাড়ীতে নিয়ে যায়।