নিজস্ব প্রতিবেদক:
নাটোরে রোজিনা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের কামারদিয়ার গ্রামে গৃহবধুর শয়ন ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রোজিনা বেগম একই এলাকার জাকির হোসেন টিপুর স্ত্রী এবং বাগাতিপাড়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের রহমত আলীর মেয়ে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম উদ্দিন ও এলাকাবাসী জানান, স্ত্রী রোজিনা বেগম ও স্বামী জাকির হোসেন টিপুর সাথে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ঝগড়ার এক পর্যায়ে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে মাঝে মাঝের মারপিত করতো। আজ সকালেও তাদের মধ্যে ঝগড়ার শব্দ শুনেছে প্রতিবেশীরা। পরে জাকির হোসেন বাড়ী থেকে বের হয়ে যায়। আবার বাড়ীতে ফিরে এসে স্বামী জাকির হোসেন চিৎকার করতে শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে স্ত্রী রোজিনা বেগম এর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে এলাকাবাসীর সন্দেহ আজকেও রোজিনা বেগমকে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পরেই তা জানা যাবে।