নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে চালকের গলায় চাকু দিয়ে আঘাত করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আশংকাজনক অবস্থায় অটো চালক আবু তালেবকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার রামাগাড়ী এলাকার এক বাঁশ ঝাড়ের কাছে এই ঘটনা ঘটে। আহত আবু তালেব ওয়ালিয়া কারিগর পাড়ার মৃত আবু বক্করের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দক ও স্থানীয়রা জানান, অটো চালক আবু তালেবের অটোতে রামাগাড়ী যাওয়ার জন্য যাত্রীবেশে উঠে চারজন ব্যাক্তি। অটো নিয়ে রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী দুর্বৃত্তরা আবু তালেবের গলায় ধারালো চাকু দিয়ে আঘাত করে অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার ব্যাবস্থা করে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।