নিজস্ব প্রতিবেদক:
৪ দফা দাবিতে নাটোরে ম্যাটস শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু করে মানববন্ধন করেছে। দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে আজ সোমবার দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। নাটোর মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে শিক্ষার্থীদের আয়োজন কর্মসুচি পালন করে তারা। মানববন্ধনে তাদের ইন্টার্নশিপ বহাল সহ অসংগতিপূর্ণ কারিকুলাম সংশোধন, এলাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেওয়ার দাবী জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানেরও দাবি জানান তারা। মানববন্ধনে দাবী সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী মিজানুর রহমান, খুশি আক্তার, ইশতিয়াক আহমেদ সহ অন্যান্যরা। তাদের দাবিসমূহ বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শিক্ষার্থীরা।