নিজস্ব প্রতিবেদকঃ
জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২ টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এসে সমাবেশ করে। জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তারুল আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ বাপ্পীর উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তা না হলে তারা আলোচনার মাধ্যমে আগামিতে বৃহত্তর কর্মসূচি প্রদানের হুশিয়ারী দেন।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর রাতে শহরের কান্দিভিটা এলাকায় নাজমুল ইসলাম বাপ্পীকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। বর্তমানে বাপ্পী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।