নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকা ভ্রমনে গিয়ে নৌকার শ্যালোর চাকায় ওড়ানা প্যাঁচ লেগে মুন্নি খাতুন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্নি খাতুন উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং একই এলাকার আব্দুল মতিনের মেয়ে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে নলডাঙ্গা উপজেলার খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৌকা ভ্রমনে যায় ত্রিমোহনী এলাকায়। ভ্রমন শেষে ফিরে যাওয়ার সময় অসাবধানতাবশত শ্যালো মেশিনের চাকার সঙ্গে ওড়না পেঁচে যায় মুন্নি খাতুনের। এতে মুন্নি খাতুন গুরুতর আহত হয়। এ সময় তার সাথে থাকা শিক্ষক শিক্ষার্থীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে নাটোর সদর থানার পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহটি তাদের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, তারা খবর পেয়ে মরদেহটি ময়না তদন্তের জন্য প্রেরণ করেন এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেন। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া আইনী পদক্ষেপ গ্রহন করবেন নলডাঙ্গা থানা পুলিশ।