নিজস্ব প্রতিবেদকঃ
“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটেরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। আজ মঙ্গলবার বিকেলে আন্দোলন উপ পরিষদের উদ্যোগে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক,
সহ সভানেত্রী মায়া পাল, সাধারণ সম্পাদক সীমা ইসলাম।
মানববন্ধনে বক্তব্যে বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য বহুমুখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ সহ দেশের বিভিন্ন সচেতন প্রগতিশীল নাগরিক সমাজ, বিভিন্ন নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠন সমূহের ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যজনক হলো প্রতিবছর দূর্গাপুজার সময়ে এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার মতো অপতৎপরতা লক্ষ্য করা যায়। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এই
দূর্গাপুজাকে সার্বজনীন উৎসবে পরিণত করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবি জানান।