নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং ১ দফা দাবীতে নাটোরে সমাবেশ কর্মসুচি পালন করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পালন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান চৌধুরি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তার বলেন সরকার বিএনপির চেয়ার পারর্সন বেগম খালেদা জিয়াকে ভয় পায়। সেজন্য তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দিচ্ছে না। তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার। তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মারতে চায় এই সরকার। তাকে বিদেশে নিয়ে গিয়ে পরিক্ষা করালে সব জানা যাবে বলে তাকে বিদেশে যেতে দিচ্ছে না। কিন্তু বিএনপি কোন ভাবেই এই অবৈধ সরকারকে আর ছাড় দিবেনা। তারা আন্দোলনের মাধ্যমে দেশের জনগনের অধিকার আদায় করে ছাড়বে।