নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গায় লোহার রড দিয়ে পিটিয়ে ও পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থানীয়
দস্যু সংগঠনের মূলহোতা রেজাউল ব্যাপারী নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক রেজাউল ব্যাপারী নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের মৃত নবির উদ্দিন ব্যাপারীর ছেলে ও এলাকার দস্যু সংগঠনের মূলহোতা দাবী র্যাবের।
আজ বুধবার সকালে নলডাঙ্গার পাটুল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে নাটোর গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হলে তারা জিজ্ঞাসাবাদ করেন এবং তাকে আদালতের মাধ্যম কারাগারে প্রেরন করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার, সিনিয়র সহকারি পুলিশ সুপার, সঞ্জয় কুমার সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নলডাঙ্গার পিপরুল গ্রামে শ্বশুড় বাড়ী থেকে ব্যবসার কাজে ২ লাখ টাকা নিয়ে বাড়ীতে ফিরছিল। পথে বাঁশভাগ পূর্বপাড়া এলাকায় পাকা রাস্তার উপরে বিপরীত দিক থেকে রেজাউল ব্যাপারীসহ অজ্ঞাত দুইজন দুইটি মোটরসাইকেল নিয়ে এসে তার পথরোধ করে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের হাতে থাকা লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমকে এলোপাথারী মারপিট শুরু করে। পরে রেজাউল তার কাছে থাকা পিস্তল দিয়ে গুলি করে হত্যার ভয় দেখিয়ে তার লুঙ্গির কোচায় থাকা ২ লাখ টাকা জোড় করে কেড়ে নিয়ে পালিয়ে যায়। পরে জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় জাহাঙ্গীর আলমের ভাই জসিম উদ্দিন বাদি হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় উপস্থিত মানুষজনের সামনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল ব্যাপারী পিটিয়ে, পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।