নিজস্ব প্রতিবেদকঃ
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাার্বিক) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক আব্দুর জব্বার, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভুঞা, কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ইসরাফিল ইসলামসহ স্কুলের শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, হাতের মাধ্যমেই আমাদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করে আমাদের পেটের যতরকম পীড়ার সৃষ্টি করে। হাত ধুতে বেশী খরচ হয় না। তাই খাবার পূর্বে ও পরে এবং বাহিরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে হাত ভালভাবে ধুতে হবে। তাহলে আমরা পেটের পীড়া থেকে মুক্ত থাকব। পরে ক্যালেক্টরেট স্কুল চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।