নিজস্ব প্রতিবেদক
পূজা-অর্চনা,অঞ্জলী আর ভোগারতীর মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার তৃতীয় দিনে মহা অষ্টমী বিহিত পূজা শুরু হয়েছে। আজ রবিবার সকালে ভক্তবৃন্দের সমাগমে মন্দিরগুলোর প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে। পুরোহিতের পবিত্র মন্ত্রোচ্চারণ, শঙ্খ ধ্বনী আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে অষ্টমী পূজা, অঞ্জলী ও ভোগারতি সম্পন্ন হয়। ভক্তরা অঞ্জলী দিয়ে দেবী দূর্গার কাছে প্রার্থনা করে নিজের, পরিবারের, সর্বোপরি দেশের মঙ্গলের জন্য। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। দুপুরে সন্ধি পূজা ও সন্ধ্যায় আরতি সহ নানা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয় দিনের (অষ্টমী) পুজা সম্পন্ন হবে।