নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে নাটোরের ইয়াসিনপুর-মালঞ্চি স্টেশনের মাঝপথে আটকে যায়। পরে অন্য ট্রেনের ইঞ্জিন গিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনকে নাটোর স্টেশনে নিয়ে আসা হয়। এতে প্রায় দুই ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ইয়াছিনপুর স্টেশন থেকে ৩ কিলোমিটার দুরে স্বরপপুর লেভেল ক্রসিংয়ের কাছে এই ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন এসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে চিলাহাটির উদ্দেশ্যে নাটোর ছেড়ে যায়।
নাটোর রেলওয়ে স্টেশন মাষ্টার রেজাউল করিম জানান, খবর পাওয়ার পর ঈশ্বরদীতে জানানো হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর ৫টা ৪০ মিনিটের দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে নাটোরে নিয়ে আসার পর লাইন ক্লিয়ার হয়। এই সময় পঞ্চগড় থেকে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও আরো দুটি লোকাল ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। বরেন্দ্র ট্রেনকে নাটোর আনার পর লাইন ক্লিয়ার হলে আটকাপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।