নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে মিরাজ হোসেন নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাঁচবাড়িয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত মিরাজ হোসেন ওই এলাকার মাসুম হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও নিহত শিশুর স্বজনরা জানান, সকালে বাড়ীর সামনে খেলা করছিল শিশু মিরাজ। খেলা করার কোন এক সময় সকলের অগোচরে বাড়ীর পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন মিরাজ পানিতে পড়ে গেছে বুঝতে পেরে পুকুরে নেমে শিশুটাকে উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করন। খবর পেয় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শিশুটির পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়।