নিজস্ব প্রতিবেদক:
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অবৈধ সরকারের পদত্যাগের ১ দফা দাবীতে ২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে নাটোরে জেলা বিএনপির বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই বিশেষ জরুরী সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, মহিলা দলের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুফিয়া হক সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশ আজ অন্ধকার যুগে চলে গেছে যেখানে কোন আইনের শাসন নেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই বারের প্রধানমন্ত্রী হওয়া সত্বেও তাকে বিদেশে যেতে দিচ্ছে না এই জালিম সরকার। তার নিঃশর্ত মুক্তি এবং এই অবৈধ সরকারের পতনের ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে আমাদের নেতা তারেক রহমান ২৮ অক্টোবর মহা সমাবেশের ডাক দিয়েছে। আমাদের যে কোন মূল্যে এই জনসমাবেশকে সফল করতে হবে। আমাদের মহা সমাবেশ সফল করা জন্য যে কোন মূল্যে সমাবেশ স্থলে দলে দলে উপস্থিত হতে হবে। সবাই যদি এক হয়ে এই সরকারকে প্রতিহিত করি তবেই এই সরকারের পতন সম্ভব।