নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে চতুর্থ দিনের মত নাটোরে পালন করা হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আজ সোমবার জেলে পাড়া দূর্গা মন্দিরে মহানবমী বিহিত পূজার মধ্য দিয়ে দেশ ও জাতির কল্যান কামনা করে সকালে মায়ের পায়ে অঞ্জলী দিয়েছে মন্দিরে আগত ভক্ত মন্ডলী। পরে ভোগারতীসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে নবমী পূজার আনুষ্ঠানিকতা। পৃথিবী থেকে অশুভ শক্তি নাশ করতে পুজা মন্ডপে মন্ডপে করা হচ্ছে হোমযজ্ঞ। এসময় শঙ্খ, উলু ধ্বনি এবং ঢাকের শব্দে মুখরিত হয়ে উঠে পূজা মন্ডপগুলো। সন্ধ্যায় পূজা,আরতি এবং ভোগরাগের মধ্য দিয়ে শেষ হবে মহানবমীর আনুষ্ঠানিকতা। ভক্তমন্ডলী অপেক্ষা করবে মাকে বিদায় দেওয়ার দিন শারদীয় দূর্গোৎসবের শেষ দিনের পূজার জন্য।