নিজস্ব প্রতিবেদক
নাটোরের নাটোর জুট মিলের একটি পাটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে শহরতলীর দত্তপাড়া এলাকার বিসিক শিল্প নগরীর ভিতরে এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। তবে অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতির পরিমান ও অগ্নিকান্ড লাগার কোন কারন জানাতে পারেনি তারা। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আসাদুজ্জামান আসাদ ও নাটোর জুট মিলের মালিক শ্যাম আগরওয়ালা জানান, সকালে তাদের পাটের গোডাউনের ভিতর থেকে ধোয়া বের হতে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি তারা কতৃপক্ষকে জানালে জুট মিলের লোকজন ফায়ার সার্ভিসে সহ মালিক পক্ষকে খবর দেয়। মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এরই মধ্যে গোডাউনের ভিতরের অধিকাংশ পাট আগুনে পুড়ে যায়। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে বা এখন পর্যন্ত কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তারা জানা সম্ভব হয়নি। ক্ষয় ক্ষতির পরিমান নিরুপন করতে আরো বেশ কিছুটা সময় লাগবে বলে জানান তারা।