নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গায় পৌর আওয়ামীলীগের সভাপতি পদে পৌর সভার প্যানেল মেয়র সাহেব আলী আবেদনপত্র জমা দিয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজের কাছে এ আবেদনপত্র জমা দেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর শুকুর আলী, পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী শরিফুল ইসলাম পিয়াস,পৌর যুবলীগের সভাপতি আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লর রহমানসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক পদে ৯টি ওয়ার্ডসহ মোট ৭১ জন প্রার্থী আবেদন সংগ্রহ করেছেন। এর মধ্যে পৌর আওয়ামীলীগের সভাপতি পদে ৭ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন। জমাদানকারীরা হলেন,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর শুকুর আলী,ফারুক হোসেন, পৌর সভার প্যানেল মেয়র সাহেব আলী,দুলালুর রহমান,জাহাঙ্গীর আলম, নাজমুল করিম সুকচাঁন ও জাহাঙ্গীর হোসেন বাচ্চু, ও সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন।জমাদানকারীরা হলেন,পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির ও কলিম হোসেন। আগামী ২৩ অক্টোবর নলডাঙ্গা পৌর আওয়ামীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।