নিজস্ব প্রতিবেদক
সকল ধর্মের মানুষের রক্তে অর্জিত এই দেশের স্বাধীনতা। নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। দেশে হিন্দু মুসলিম সকলের অধিকার সমান। নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন কালে এসব কথা বলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। তিনি আরও বলেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সাম্প্রদায়িকসম্প্রতি বজায় থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সমান অধিকার বাস্তবায়নে নিরলশ পরিশ্রম করে যাচ্ছে। দেশের উন্নয়নে সকলের সহযোগিতার প্রয়োজন। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, শরিরে প্রভাহিত রক্তের রং লাল। কাউকে ছোট করে দেখার কোন সুযোগ নাই।দুর্গাপূজা উপলক্ষে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গালিমপুর, পাঁকা, তমালতলা, জামনগর, মালঞ্চি বাজার ও দয়ারামপুর এলাকার বিভিন্ন মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যূৎ, সাধারন শহিদুল ইসলাম মোলা সহ রাজনৈতিক নেতৃ প্রমুখ।