নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নির্বাচন অফিসের কর্মকর্তা পরিচয়ে প্রার্থীর মোবাইলে টাকা দাবী করা প্রতারক রিপন খন্দকারকে সিরাজগঞ্জের বেলকুচি থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি থানার কদমতলী গ্রামের তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতারের পর বিকেলে নাটোর নিয়ে আসা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত রিপন খন্দকারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রিপন খন্দকার বেলকুচি থানার কদমতলী গ্রামের মৃত কুদ্দুস খন্দকারের ছেলে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম জানান, গতরাতে নাটোর ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহানারা বেগমের মোবাইল ফোনে কল দিয়ে নিজেকে নির্বাচন অফিসের কর্মকর্তা পরিচয় দেন রিপন খন্দকার। এ জাহানারা বেগমের মনোনয়ন পত্রে কিছু তথ্য ভুল হয়েছে। এগুলো সংশোধন না করলে মনোনয়ন পত্র বাতিল হবে। এজন্য বড় অংকের টাকা দিতে হবে। কিন্তু তার কথায় সন্দেহ হলে তিনি ঘটনাটি তার সন্তানদের জানায়। পরে এ ঘটনায় জাহানারা বেগমের ছেলে জিল্লুর হোসেন বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় রিপন খন্দকারের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপনের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রিপন খন্দকার নির্বাচন অফিসের লোক পরিচয়ে প্রতারণা করার কথা স্বীকার করেছে।