নিজস্ব প্রতিবেদক:
শিশুদের ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানোর মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে নাটোর পৌরসভার ফুলবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ভিটামিন খাওয়ানোর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এ সময় সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান জানান, জেলায় মোট ১৩৮৮ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ১৪২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৬ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, ২৩৩ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২৭৭৬ জন স্বেচ্ছাসেবক একযোগে সাতটি উপজেলায় এই ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে যুক্ত থাকবেন। প্রথমদিনে যদি কোন কারনে কোন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো না হয় তাহলে তাদের স্বাস্থ্যকর্মি শিশুর বাড়ীতে গিয়ে তা খাওয়াবে। কোন শিশুই বাদ পড়বেনা। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে শিশুদের উপস্থিতি বেশ ভালো রয়েছে। তিনি আশা করেন প্রথম দিনেই তাদের লক্ষ্য পুরণ হবে।