নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ড্যানিয়াল এগ্রো কেমিকেলস নামের একটি কয়েল ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়ের নয়াবাজার এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রায় দুই ঘন্টার চেষ্টায় স্থাণীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের দলনেতা আলম হোসেন ও স্থাণীয়রা জানান, বেলা সাড়ে ১০ টার দিকে কয়েল ফ্যাক্টারিতে অগ্নিকান্ডের খবর পান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন। মুহুত্বের মধ্যে কয়েল ফ্যাক্টরীর কয়েলসহ সকল আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্যাক্টারির ভিতরের কয়েল শুকানো ইলেকট্রিক্যাল হিটার থেকে এই আগুন সূত্রপাত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।