নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করেছে দূর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকার এ বিষয়ে কোন অভিযোগ করতে রাজী হয়নি। তিনি বলেন, কে বা কাহারা তার এই নির্বাচনী ক্যাম্পে ভাংচুর করেছে তা তিনি দেখেন নাই। তবে যেই করুক তিনি ঘটনার সঠিক তদন্ত দাবী করেন। বর্তমানে তার নির্বাচনী এলাকায় যে অবস্থা চলমান তাতে তিনি নিজেই আতংকিত। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দত্তপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের নির্বাচনি ক্যাম্পে ভাংচুর করা হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।