নিজস্ব প্রতিবেদক:
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কয়েকটি ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতরাতের কোন এক সময় পৌর এলাকার চৌমহনী ঘোড়াগাছা, কালুরমোড়, লালবাজার মহল্লায় এই ঘটনাগুলো ঘটে। এতে ক্যাম্পে থাকা চেয়ার ও পর্দা পুড়ে যায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও স্থানীয়রা জানান,নাটোর পৌর এলাকার ১ নং ওয়ার্ডে চৌমুহনী ঘোড়াগাছা এলাকার নৌকা সমর্থকরা গতরাতে নির্বাচনী ক্যাম্পিং শেষে বাড়ি চলর যায়। রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। ভোরে মসুল্লীরা নামাজে যাওয়ার পথে আগুন দেখতে পেলে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় ক্যাম্পে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায় এবং ক্যাম্পের চারিদিকে থাকা কাপড়ের পর্দাগুলে পুড়ে যায়। এছাড়াও কালুরমোড়, লালবাজার এলাকায় আরো দুইটি ক্যাম্পের আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরির্দর্শন করেছে পুলিশ।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা জানান, ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা তিনি জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।