নিজস্ব প্রতিবেদক:
নাটোরে মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে থ্রি হুইলার সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী হাসেম আলী নামে এক ঈমামের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডালসড়ক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী সদর উপজেলার নেপালদিঘী গ্রামের নুর মোহম্মদের ছেলে ও ডাল সড়ক এলাকার ফ্লাশি ফ্লাশ জুট মিল মসজিদের ঈমাম ঈমাম। এ ঘটনায় সিএনজি চালক ফেরদৌস আহমেদকে আটক করে সিএনজি সহ পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক সিএনজি চালক সিংড়ার শেরকোল এলাকার খালেক মিয়া ছেলে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ ও স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ আদায় করতে বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয় ঈমাম হাসেম আলী। পথে ডালসড়ক এলাকার ফ্লাশি ফ্লাশ জুট মিলের সামনে পৌছালে সামনে থেকে একটি থ্রি হুইলার সিএনজি তাকে ধাক্কা দেয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে সিএনজি চালককে সিএনজি সহ আটক করে রাখে। পরে আহত অবস্থায় হাসেম আলীকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।