নিজস্ব প্রতিবেদক:
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন দলের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। আজ সোমবার দুপুরে শহরের কাঁদিভিটাস্থ সংসদ সদস্যের নিজ বাসভবনে দলের নেতা-কর্মিরা তাকে ফুলের মালা ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এ সসময় তারা সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান। পরে একে অপরকে মিষ্টি মুখ করান। এ সময় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সাধারন জনগন ও নেতা কর্মিদের ভালোবাসায় সিক্ত হলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় এমপি শিমুল বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় বারের মতো তাকে নৌকা প্রতীক দেন। আর সাধারণ জনগন বিপুল ভোটে তাকে তৃতীয় বারের মতো জয়ী করলেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। নাটোরের মানুষ জানে শফিকুল ইসলাম শিমুল থাকলে নাটোরে মাদক, জঙ্গী, চাঁদাবাজী ও বাংলাভাই থাকবে না। মানুষজন নিরাপদে থাকবে। নাটোরের উন্নয়ন হবে। সে কারণে তারা আনন্দ পাচ্ছে।” দলের নেতা-কমিরা জানান, আগে অনেক সময় ছিনতাই চাঁদাবাজির শিকার হতেন। শফিকুল ইসলাম, শিমুল এমপি নির্বাচিত হওয়ার পর থেকে নিরাপদে ঘোরাফেরা করতে পারছেন। আর এজন্যই নাটোরের মানুষ ভালবেসে তাকে শুভেচ্ছা জানাতে আসছে।