নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ও লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সহ দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা ও লালপুর উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের গৌরিপুর এ পৃথক দুইটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হল মোটরসাইকেল চালক সিরাজগঞ্জের তারাশ উপজেলার চৌপাকিয়া গ্ৰামের দরুদ জামানের ছেলে ওমর ফারুক ও পথচারী পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের গনি মন্ডলের ছেলে আলম মন্ডল। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ কেটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পিছন থেকে ধাক্কা দেয় ট্রাক। এতে হানিফ পরিবহন কেটিসি বাসটি গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ট্রাক ও বাসটি জব্দ করে। অপরদিকে শ্বশুড় বাড়ীতে বেড়াতে লালপুরের ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের গৌরিপুর এলাকায় বাজারের পাশে দাঁড়িয়ে ছিলো আলম মন্ডল। এসময় লালপুরগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আলম মন্ডল গুরুতর জখম হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।