নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে সোহান হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত অবস্থায় সোহানকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার জাঠিয়ান বাজারে এই ঘটনাটি ঘটে। আহত সোহান হোসেন ওই এলাকার শামীম আহমেদের ছেলে।
আহত সোহানের পরিবারের সদস্যরা জানান, সোহানের বাবা শামীম আহমেদের সাথে সোহানের ফুপা শামীম হোসেনের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরেই।আজ বেলা সাড়ে ১১ টার দিকে সোহান জাঠিয়ান বাজারের একটি দোকানর বসে আড্ডা দিচ্ছিলো। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে গিয়ে সোহানের পায়ে গুলি করে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কি কারনে বা কারা এই গুলিবিদ্ধের ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।