নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ীতে পানি তোলার বৈদ্যুতিক মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মালেকা বেগম নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার আগ্রান বাজার পাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা বেগম ওই এলাকার দিদার আলীর স্ত্রী।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম ও নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মত আজ সকালেও বাড়ীতে ব্যাবহারের জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তোলতে যায় মালেকা বেগম। মোটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়। এ সময় তার চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মালেকা বেগমকে মৃত ঘোষণা করে। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারকে বলা হয়েছে।