নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ার গৃহবধুকে অপহরণ ও ধর্ষণ মামলায় দুলাল দাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এই মামলায় নিজাম উদ্দিন নামে অপর এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত দুলাল দাস উপজেলার চিমনাপুর গ্রামের অজিত দাসের ছেলে।
স্পেশাল পিপি অ্যাডভোটেক আনিসুর রহমান ও মামলার এজাহার সুত্রে জানান যায়, ২০১০ সালের ২৩ জুলাই সন্ধ্যা ৭ টার দিকে ছোট ভাইকে ডাকতে বাড়ী থেকে বের হয় ওই গৃহবধু। এসময় একই এলাকার দুলাল দাস ও নিজাম উদ্দিন নামে দুই ব্যক্তি মুখে কাপড় গুজে দিয়ে তাকে তুলে নিয়ে যায় পাশের একটি আখ ক্ষেতে। সেখানে তারা ওই গৃহবধুকে ধর্ষণ করে। এ সময় গৃহবধুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুলাল ও নিজাম পালিয়ে যায়। পরে ২৫ জুলাই ভিকটিম গৃহবধু নিজে বাদী হয়ে দুলাল দাস ও নিজামকে অভিযুক্ত করে বাগাতিপাড়ায় একটি অপহরণ ও ধর্ষম মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ দুলাল ও নিজামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। দীর্ঘ প্রায় ১৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক আজ অভিযুক্তদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।