কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে শান্তি,গণতন্ত্র ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুলাহ আল সাকিব বাকী সহ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, জামায়াত বিএনপি ৭ জানুয়ারী নির্বাচন বানচাল করতে না পেরে তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের গণতান্ত্রিক ধারাকে বাঁধাগ্রস্ত করছে। তাদের প্রতিহত করে এই সরকার সামনে এগিয়ে যাবে।