বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেয়ার পায়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুননির্বাচনের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারন সম্পাদক মুফতি আব্দুর রাকিব, সহ সভাপতি মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মসুলমান তবুও বর্তমান সরকার ইসলামকে কলুষিত করার জন্য ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের সাধারন জনগন এইটা মানবে না। বিভিন্ন শ্রেণীর বইগুলোতে ইসলামকে ছোট করে বি়ভিন্ন ছবি ও পড়াকে বিকৃত করছে। এতে কমলমতি শিশুরা ভালো শেখার চেয়ে খারাপটাই বেশী শিখছে।