নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রতিবন্ধী শিশু সহ তিনজন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার মদনহাট গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা হল,মদনহাট গ্রামের সুরুজ আলীর শারিরিক প্রতিবন্ধী মেয়ে শিশু নাইস আক্তার, একই এলাকার হাসান আলীর ছেলে রকি হাসান ও রাকিব হাসান। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ও আহত শিশুর পরিবারের সদস্য জানান, এলাকায় ঝাল মুড়ি ও বিভিন্ন ভাজা পোড়ার দোকান করে রকি ও রাকিব দুই ভাই। সেই দোকান থেকে বিভিন্ন সময়ে বাঁকীতে খায় এলাকার সগির হোসেনের দুই ছেলে হাসেম ও নাখের আলী। গতকাল পুনরায় সেই বাঁকী চাইলে দোকানী বাঁকী দিতে অস্বীকার করেন। এ নিয়ে দোকানী দুই ভাইকে মারধর করে হাসেম ও নাখের। পরে ঘটনাটি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানালে আজ সন্ধ্যায় ঘটনাটি মিমাংসা করে দেন তারা। মিমাংসা শেষে বাড়ীতে যাওয়ার পথে হাসেম ও নাখের সহ কয়েকজন দোকানী রকি ও রাকিবের ওপর ধারালো ছুড়ি নিয়ে হামলা ও মারধর করে। এ সময় রকি ও রাকিবের প্রতিবন্ধী ভাগ্নি নাইস তাদের রক্ষা করতে গেলে তারা ধারালো ছুড়ি দিয়ে প্রতিবন্ধী শিশুসহ সবাইকে ছুড়িকাঘাত করে এ সময় এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।