নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর থেকে ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামসহ ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদের মালামাল সহ গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার দালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, গতকাল রাতে কাছিকাটা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাছিকাটা টোলপ্লাজার পূর্বে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপর একটি পিকআপ গাড়ী নিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ৮ জনকে গ্রেফতার করে। এ সময় ৩/৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা হল, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার খোদাইবাড়ি গ্রামের মৃত আঃ জলিল বেপারির ছেলে আমিনুল ইসলাম (৬৬), বরিশালের হিজলা থানার চর নরসিংহপুর গ্রামের আঃ রহমান খানের ছেলে ট্রাক চালক ওলি উদ্দিন খান (৩২), ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার নবীনগর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে ইমরান খাঁন (২৩),জয়পুরহাট সদর থানার মুজিবনগর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোসলেম উদ্দিন (৪৩),গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার (৪২), জাইতরবালা গ্রামের মৃত আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিঞা (৩৪), শকুনা কেশবপুর গ্রামের মংলা চন্দ্রর ছেলে অমল কুমার (২৭) ও চকবালা গ্রামের আমিন হোসেনের ছেলে ইমরান হোসেন (১৮)।