নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া থেকে সাড়ে ২২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৫। আজ শনিবার বেলা ১২ টার দিকে উপজেলা শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের মিন্টু মোল্লার ছেলে সাগর মোল্লা ওরফে আশিক,তেলকুপি মদনহাট গ্রামের ফজলুর রহমানের ছেলে ফেরদৌস আহম্মেহ ফারদিন ও বড়গাছা মহল্লার বেলাল হোসেনের ছেলে আকাশ হোসেন।
র্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার জানান, সিংড়ার শেরকোল শাহীবাজার এলাকায় চেকপোষ্ট বসায় র্যাব এর একটি টিম। এ সময় সিংড়াগামী শ্যালো ইঞ্জিন চালিত ভুটভুটিতে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের ভুটভুটির বস্তার মধ্যে থেকে প্যাকেট করা সাড়ে ২২ কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েে করে সিংড়া থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল।