নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাস থেকে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন সহ আব্বাস আলী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার বিকেলে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর ঝাটনপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। গ্রেফতারকৃত আব্বাস আলীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক বহনের দায়ের মামলা করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী আচল ট্রাভেলস এর যাত্রীবাহি একটি বাসে তল্লাশী করা হয়। তল্লাশীকালে যাত্রী আব্বাস হোসেন বাস থেকে নেমে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস আলী জানায় অস্ত্র ও গুলি ঢাকার বাইপাইল এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আব্বাস আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আগামিকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।