নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার অভিযোগে তিনটি গুড় কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ দল। এ সময় কারখানা তিনটির মালিককে ৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চাঁচকৈড় পুড়ান পাড়ায় এই অভিযান চালনো হয়।অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর ও র্যাব-৫,সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের জেলার সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর ও র্যাব এর যৌথ দল উপজেলার চাঁচকৈড় পুড়ানপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় ভেজাল গুড় ক্রয়,অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করার অপরাধে তিনটি ভেজাল গুড় তৈরির কারখানা মালিককে এই জরিমানা করা হয়। এর মধ্যে হাজী আব্দুল আজিজ সোনারের গুড় কারখানাকে ২ লাখ ৫০ হাজার টাকা, মুক্তার হোসেনের গুড় কারখানাকে ৪০ হাজার টাকা ও ভাই ভাই এন্টারপ্রাইজ গুড় কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তিন কারখানা মালিককে সর্তক ও এধরনের অপরাধ না করার মচলেকা নেওয়া হয়।