নিজস্ব প্রতিবেদক:
নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে নাটোর জেলা বিএনপি। আজ বুধবার বেলা ১০ টার দিকে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে প্রভাত ফেরি বের করা হয়। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব রহিম নেওয়াজ এর নেতৃত্বে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নাটোর জেলা বিএনপি। পরে তারা ঐক্যবদ্ধ হওয়ার শপথ গ্রহণ করে।