নিজস্ব প্রতিবেদক:
“স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তা স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যানের মধ্য উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাছুদুর রহমান, এনএসআই উপ পরিচালক শাহিনুর সিদ্দিক, পুলিশ ইনসপেক্টর এস এম আবু ফরহাদ,ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মেহেদি হাসান তানভীর সহ বিভিন্ন এনজিও ও ক্যাবের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, রোজার মাসে ভোক্তা সাধারণ যাতে কারো ব্যক্তি স্বার্থ বা লোভ-লালসার কারণে কষ্ট না পায় সেদিকে ব্যবসায়ী, জনগণ ও জনপ্রতিনিধি সহ সবাইকে সজাগ থাকতে হবে। অনলাইন কেনাকাটা বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ হয়, যেন কোন ধরনের প্রতারণা বা অনিয়ম না হয় এবং গ্রাহকরা যেন তাদের ন্যায্য অধিকার পান সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে। ব্যবসায়ি ও ভোক্তা প্রত্যেকেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে।