নিজস্ব প্রতিবেদক:
বাজারে বেগুনের আমদানী বেশী ও চাহিদা কম হওয়ায় নাটোরে বেগুনের দাম পড়ে গেছে। এতে করে নাটোরে জমি থেকে বেগুন বিক্রি করে লোকসানে পড়ছে কৃষকরা। তবে রমজান মাসে অনেক কম দামে বেগুন কিনতে পেরে স্বস্তিতে ক্রেতারা।
সদর উপজেলার মদনহাট গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস,লতিফ সরদার সহ আরো অনেক কৃষক জানান, বেগুন বিক্রির প্রথম সময় তারা বেগুন বিক্রি করে লাভ করেছেন। প্রথম দিকে ৫০ থেকে ৮০ টাকা কেজি দরে বেগুন বিক্রি করেছেন। আর এখন বিক্রি করছেন দাগ ধরা পোকা বেগুন ৪/৫ টাকা কেজি আর ভালো বেগুন ৮/১০ টাকা কেজি। বর্তমানে বেগুন বিক্রি করে লোকসান হচ্ছে তাদের। কারন বেগুনের জমিতে প্রচুর পরিমানে কীটনাশক প্রয়োজন হয়। আর বেগুন বিক্রি করে কীটনাশকের দামও ওঠছেনা।
শহরের নিচাবাজার কাঁচা তরকারী কিনতে আসা ব্যাবসায়ী নাফিউর রহমান উৎপল,বিপ্লব ও নুরুল ইসলাম বলেন, রমজান মাস এলে বেগুনের চাহিদা বেড়ে যায়। অন্যান্য বছর রমজান মাসে শুরু থেকে বেগুনের দাম হয়ে যায় ১০০ টাকা কেজি। কিন্তু এ বছরই দেখছি বেগুনের দামটা এতো কম। এতো বছর ধরে রমজান মাসে কাঁচা বাজার ক্রয় করেন কিন্তু কোন বছর এতো কম দাম তিনি দেখেন নি। বাজারে তরকারীর দামটা যদি সবসময় এমন থাকতো তাহলে সবাই স্বস্তিতে থাকতো।