নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরে পিকআপের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী আয়চান মন্ডল নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত আয়চান মন্ডল গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের মৃত পেয়ার মন্ডলের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১ টার দিকে ব্যাটারী চালিত অটোভ্যান যোগে ৩ জন যাত্রী নয়াবাজার থেকে গুরুদাসপুরের দিকে যাচ্ছিলো। এ সময় সিরাজগঞ্জ থেকে নাটোরগামী একটি পিকআপ ঘোষপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে অটোভ্যানের পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ছিটকে পড়ে চালকসহ ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়চান মন্ডলকে মৃত ঘোষনা করেন এবং আহতদের ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। আহতরা হলেন একই ইউনিয়নের চলনালী গ্রামের মৃত ইসার আলীর স্ত্রী পরী বেগম, খাকড়াদহ পুর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ভ্যান চালক আব্দুর রহিম ও বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের জইমুদ্দিনের ছেলে মোঃ লালন।