নিজস্ব প্রতিবেদক:
নাটোর ১ আসনের এমপি আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। আজ সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি দীপক কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব।
এ সময় বক্তারা সংসদ সদস্যকে দুর্ণীতিবাজ ও সন্ত্রাসী উল্লেখ করে বলেন, মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী খরচ ১ কোটি ২৬ লাখ টাকা। সেই খরচের টাকা তিনি যেকোন ভাবে দুর্ণীতি করে তুলবেন বলে ঘোষনা দেন। সংসদ সদস্য হয়ে এমন ঘোষনা দেশ বিরোধী এবং দল বিরোধী। এমন এমপি সংসদে থাকার যোগ্যতা রাখেনা। সেকারনে দ্রুত তার সংসদ সদস্য পদ বাতিল সহ দলীয় পদ বাতিলের দাবী জানান।