নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় ব্রীজের নিচে পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার নলডাঙ্গা রেলওয়ে ষ্টেশনের কাছে রেল ব্রীজ পার হওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান ও এলাকাবাসী জানান, নলডাঙ্গা উপজেলার বারনই নদীর ওপরের রেলওয়ে সেতু পার হচ্ছিলেন প্রায় ৬০ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ব্রীজ অতিক্রম করছিল। এতে ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ ব্রীজের ওপর থেকে নিচের কাঠ কাটা স’মিলের কাঠের গুলের উপর পড়ে ঘটনাস্থলে মারা যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও রেল স্টেশনে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে সীমানায় হওয়ায় তারা সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। সান্তাহার জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার সহ আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।