নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী সাজিদ আলীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্য।গতকাল রাজশাহীর পুঠিয়া থানার মোল্লাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাজিদ আলী বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের মারিয়া গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে। আজ শনিবার সকালে প্রেস বিফ্রিং এর মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, গত বছরের ১০ অক্টোবর বিকেল ভিকটিমের প্রতিবেশী সাগরী বেগম তার বাড়ীতে টিভি দেখতে ডেকে নিয়ে যায় বিকটিমকে। এ সময় বাড়ীতে থাকা সাগরী বেগমের স্বামী সাজিদ আলী ভিকটিমকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভিকটিম সেখান থেকে নিজ বাড়ীতে গিয়ে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সাজিদ আলী ও সাগরী বেগমকে অভিযুক্ত করে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই সাজিদ আলী ও সাগরী বেগম আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের সহযোগিতা চায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি সাজিদ আলীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত সাজিদ আলীকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।