নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছর বয়সী মামাতো ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোল ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হল, ঢাকঢোল ডাঙ্গাপাড়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার ও নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার রাযহান হোসেনের মেয়ে ফাতেমা আক্তার।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, ঈদ উপলক্ষ্যে মায়ের সাথে নানীর বাড়ীতে বেড়াতে যায় ফাতেমা। দুপুরে ফাতেমা তার মামাতো বোন ফারিয়ার সাথে বাড়ীর পাশেই খেলা করছিল। খেলা করার কোন এক সময় তারা বাড়ীর পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে অনেক সময় শিশুদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ীর লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর পাড়ে শিশুদের পায়ের স্যান্ডেল পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করলে এলাকাবাসী পুকুরে নেমে খোঁজ করতে থাকে। পরে পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারো কোন অভিযোগ না পেয়ে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধে ময়না তদন্ত ছাড়ায় মরদেহ দুইটি দাফনের জন্য পরিবারকে হস্তান্তর করেন।