নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গৃহবধু ধর্ষণ মামলার পলাতক আসামী আলামিনকে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে সিংড়া উপজেলার আগমোরশন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ সোমবার এক প্রেস বিফ্রিং এ এসব তথ্য জানান র্যাব। গ্রেফতারকৃত আলামিন উপজেলার ইতালি ইউনিয়নের বাকুন্দা গ্রামের হামেদ আলীর ছেলে।
র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান, গ্রেফতারকৃত আলামিন সম্পর্কে ভিকটিম গৃহবধুর প্রতিবেশী চাচা শ্বশুড়। বিভিন্ন সময় আলামিন ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ভিকটিম গৃহবধু তার প্রস্তাবে রাজী না হলে আলামিন তাকে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে গৃহবধু ঘটনাটি তার স্বামীকে জানায় এবং ঘটনাটি আলামিনকে বলে দেয়। গত ১২ এপ্রিল মধ্যরাতে গৃহবধুর টয়লেটে সেড়ে ঘরে গেলে আলামিন ওই গৃহবধুকে ধরে মুখে কাপড় দিয়ে প্রানের ভয় দেখিয়ে ধর্ষন করে। এসময় গৃহবধুর চিৎকারে তার স্বামী ঘুম থেকে জেগে উঠলে আলামিন পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে আলামিনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন থানায়। মামলা দায়েরের পর পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য র্যাবের কাছে সহযোগিতা চায়। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আলামিনকে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃত আলামিনকে সিংড়া থানায়র সোপর্দ করা হয়।