নিজস্ব প্রতিবেদক:
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোরের তিনটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার ১৮ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে নাটোর সদর উপজেলায় ৭ জন, সিংড়ায় ২জন এবং নলডাঙ্গা উপজেলায় ৯ জন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদর উপজেলায় ৬ জন, নলডাঙ্গায় ৭ জন এবং সিংড়ায উপজেলায় ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাটোর সদর উপজেলায় ২ জন, নলডাঙ্গায় ৬ জন এবং সিংড়া উপজেলায় ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামি ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই। বাছাইয়ে আপিল করা যাবে ১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিলের নিষ্পত্তি করা হবে ২১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২২ এপ্রিল এবং ২৩ এপ্রিলে প্রতীক বরাদ্দ হবে। আর ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।