নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় ব্যবহৃত প্রতিমন্ত্রী পলকের শ্যালক অপর চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবিব রুবেলের মাইক্রোবাস ও এক ডজন দেশী বিদেশী ধারালো অস্ত্রসহ আতাউর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার চকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়ী থেকে মাইক্রোবাস ও তার ভিতর থেকে দেশীয় অস্ত্রগুলো এবং নির্বাচনের পোস্টার ,ক্যালেন্ডার,লিফলেট উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে নাটোরের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিং এই তথ্য জানান জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাদাদ।
ব্রিফিং এ পুলিশ জানান,গত ১৫ এপ্রিল উপজেলা পরিষদ নির্বাচনের শেষ দিনে নাটোরের নির্বাচন অফিসের সামনে থেকে চেয়ারম্যান প্রার্থী দেলোয়র হোসেনকে অপর প্রার্থী প্রতিমন্ত্রী পলকের শ্যালকের গাড়ীতে করে অপহরণ করে অপহরণকারীরা। পরে গাড়ীর ভিতরে দেলোয়ার হোসেনকে মারধর করে বাড়ীর সামনে একটি সড়কে ফেলে দিয়ে চলে যায় তারা। পরে স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের ভাই মজিবর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রাখে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চকপুর বাজারে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে মতে তার বাড়ী থেকে অপহরণের কাজে ব্যাবহৃত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। এ সময় মাইক্রো বাসের ভিতর থেকে একডজন দেশী বিদেশী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আতাউর রহমানকে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়।