নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ মামলায় মাইক্রোবাস চালক সহ দুইজনকে নওগাঁর রাণীনগর থেকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। আজ বুধবার দুপুরে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেলের ব্যক্তিগত মাইক্রোবাস চালক সিংড়া উপজেলার ইটালী গ্ৰামের নিতাই সরকারের ছেলে সুজন সরকার (৩২) এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার রায়পুর গ্রামের মনিন্দ্র নাথ প্রামানিকের ছেলে নিরেন চন্দ্র প্রাং (৪৫)। নাটোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এই মামলায় এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হল।
জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল বিকেলে নাটোর জেলা নির্বাচন অফিসের সামনে থেকে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গাড়ীর মধ্যে মারধর করে তার বাড়ীর এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায় তারা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দেলোয়ার হোসেনের ভাই মজিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ দেখে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীতে প্রতিমন্ত্রী পলকের আপন শ্যালক লুৎফুল হাবিব রুবেলের নির্দেশে অপহরণ করে বলে স্বীকারোক্তি দেয়। ওই মামলায় গ্রেফতারকৃতদের তথ্য মতে আজ মাইক্রোবাসের চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে পুলিশের।
উল্লেখ্য, ঘটনার পর প্রতিমন্ত্রী পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল চেয়ারম্যান পদ থেকে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে নির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেলোয়ার হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।