নিজস্ব প্রতিবেদক:
নাটোরে লালপুরে সরকার বিরোধী প্রচারণা, সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, দেশের মধ্যে ভীতি, আতঙ্ক এবং নাশকতা করার অভিযোগে জামায়াত শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে লালপুর উপজেলার শিবনগর গ্রামের আয়নাল হকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রাষ্ট্রবিরোধী বিপুল পরিমাণ বই ও লিফলেট জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বড়াইগ্রাম-লালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে লালপুরের শিবনগর গ্রামের একটি বাড়ীতে তারা সরকার বিরোধী প্রচারণা, সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, দেশের মধ্যে ভীতি, আতঙ্ক এবং নাশকতা করার উদ্দ্যেশে গোপন বৈঠক করছিল। এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছে রাষ্ট্রবিরোধী বিপুল পরিমাণ বই ও লিফলেট জব্দ করা হয়েছে। তারা সবাই জামায়াতে ইসলামীর নেতাকর্মী।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, লালপুরের বিরোপাড়া এলাকার প্রয়াত এরশাদ আলীর ছেলে আব্দুল ওহাব, গৌরিপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে অ্যাডঃ মাসুদ রানা (৩৮), নবীননগর পশ্চিমপাড়া এলাকার প্রয়াত সুরাত সরদারের ছেলে আসলাম হোসেন (৪০), লক্ষীপুর এলাকার মোফাজ্জলের প্রাং এর ছেলে গোলাম রাব্বানী সুমন (৪০), শিবনগরের মৃত জাকাত খামারুর ছেলে সেন্টু খামারু (৫৫), নবিনগর পশ্চিমপাড়ার প্রয়াত আয়েজ উদ্দিন প্রাং এর ছেলে মোশারফ হোসেন (৫৩), শিবনগরের আইনুল প্রাং এর ছেলে নয়ন আলী (২১), কাজীপাড়া এলাকার প্রয়াত কিশোর মন্ডলের ছেলে আবুল কাশেম (৬০), একই এলাকার মৃত ইসমত মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), নবীনগরের প্রয়াত আহাদ আলী মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৬২), শিবনগরের ইনছান মন্ডলের ছেলে আফতার হোসেন (৪৫), উত্তর লালপুর এলাকার প্রয়াত আফাজ উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম শরীফ (৪৫), নবীনগরের মৃত শাজাহান নুরীর ছেলে আব্দুল হাকিম (৫৪), শিবনগরের সাবদুল খামারুর ছেলে নাহিদ আলী (২১), একই এলাকার উসতার প্রাং এর ছেলে ফাদ্দেছ প্রাং (৪৫), প্রয়াত গেদু মন্ডলের ছেলে লাল মোহাম্মদ লালু (৬৫), উসতার প্রাং এর ছেলে সেন্টু প্রাং (৩৫), মৃত রহমত মন্ডলের ছেলে আইনুল হক (৬০), এবং ওয়ালিয়া সেন্টারপাড়া এলাকার কইর আলীর ছেলে সজিব আহমদে (২৫) ও মৃত নজরুল ইসলামের ছেলে আবু রায়হান ওরফে হাসান (২৩)।