নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের মধুখালীতে দুই শ্রমিককে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নাটোরে বিক্ষোভ মিছিল কর্মসুচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের কানাইখালী এলাকায় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার নেতা কর্মিরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে ফিরে যায়। পরে সেখানে এক পথসভা করে। পথসভায় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সেক্রেটারি মুফতি আব্দুর রাকিব, মিনারুল ইসলাম সহ দলীয় নেতা কর্মিরা।
কর্মসচি পালন কালে বক্তারা বলেন, মধুখালীতে হিন্দু উগ্রো সন্ত্রাসী দুই মুসলিম শ্রমিককে হত্যা করে। দ্রুত সেই হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।